গত ১২.০৭.২০২৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , ময়মনসিংহ “বঙ্গবন্ধু অলিম্পিয়াড”ওয়েবও অ্যাপস ভিত্তিক শিক্ষামূলক গেমটি  চালু হয়।
সর্ব-শেষ হাল-নাগাদ: 12 Wednesday 2023

১২.০৭.২০২৩ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , ময়মনসিংহ “বঙ্গবন্ধু অলিম্পিয়াড”ওয়েবও অ্যাপস ভিত্তিক শিক্ষামূলক গেমটি  চালু হয়। চুক্তিপত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Professor Dr. Gazi Hasan Kamal(Chairman) ও বোর্ডের অনন্যা কর্মকর্তাবৃন্দ।

চুক্তিপত্র অনুষ্ঠানে Professor Dr. Gazi Hasan Kamal(Chairman) বলেন, “বঙ্গবন্ধু অলিম্পিয়াড”

ওয়েব  ও অ্যাপস ভিত্তিক শিক্ষামূলক একটি গেম, যার মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের জ্ঞান, বাংলাদেশের স্বাধীনতা ও সর্বোপরি  বঙ্গবন্ধুর  জীবনী সম্পর্কে জানতে পারবে।

 এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনা ও অন্যান্য  বিষয় জ্ঞান অর্জন করবে।  তাদের সৃজনশীল মেধা বিকাশ হবে।

তিনি আরো বলেন, “বঙ্গবন্ধু অলিম্পিয়াড”গেমসটি খুবই ভালো একটা উদ্যোগ।

তারই ধারাবাহিকতায় ময়মনসিং শিক্ষা বোর্ডের অধীনে থাকা  ২৬০০  শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু অলিম্পিয়াড গেমটি  চালু হবে।